(ক) উদ্দেশ্যঃ
১। মৃত্তিকা ও ভূমি সম্পদের ইনভেন্টরি তৈরী।
২। ভূমি ও মৃত্তিকা সম্পদের সক্ষমতাভিত্তিক শ্রেণীবিন্যাস।
৩। ভূমি ও মৃত্তিকা সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণের জন্য সেবা গ্রহণকারীর উপযোগী নির্দেশিকা, পুস্তিকা ও সহায়িকা প্রণয়ন।
৪। সমস্যাক্লিষ্ট মৃত্তিকা ব্যবস্থাপনা।
৫। শস্য উৎপাদন বৃদ্ধির জন্য টেকসই পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা।
(খ) মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর কার্যাবলীঃ
ভূমি ও মৃত্তিকা সম্পদের বৈশিষ্ট্যায়ন
ইউনিয়নওয়ারী ভূমি, মৃত্তিকা এবং সার সুপারিশ সহায়িকা প্রণয়ন।
সরকারী ও বেসরকারী কৃষি খামারের বিস্তারিত মৃত্তিকা জরিপ করে মানচিত্রসহ প্রতিবেদন প্রণয়ন।
কৃষক সেবা
ভাম্যমান মৃত্তিকা পরীক্ষাগারের (এমএসটিএল) মাধ্যমে সরেজমিনে কৃষকের মাটি পরীক্ষা করে সুষম সার সুপারিশ।
টেকসই মৃত্তিকা ও ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে শস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের মধ্যে মৃত্তিকা স্বাস্থ্য কার্ড বিতরণ।
সার নমুনা বিশ্লেষণ
সারের গুনগত মান নিয়ন্ত্রণের লক্ষ্যে রাসায়নিক ও জৈব সারের নমুনা বিশ্লেষণ।
সরেজমিনে ভেজাল সার সনাক্তকরণের জন্য সহজ পদ্ধতি উদ্ভাবন ও উন্নয়ন।
প্রযুক্তি হস্তান্তর
মৃত্তিকা পরীক্ষা ভিত্তিক সুষম সার ব্যবহার প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে ব্লক প্রদর্শনী ।
কৃষির সাথে সম্পর্কিত সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মীদেরকে ভূশি ও মৃত্তিকা ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান।
মাটির নমুনা সংগ্রহ ও সুষম সার ব্যবহার বিষয়ে কৃষক প্রশিক্ষণ।
সরেজমিনে ভেজাল সার সনাক্তকরণ বিষয়ে জেলা, উপজেলা ও ব্লক পর্যায়ের কৃষি কর্মকর্তা, সার ডিলার ও কৃষকদেরকে প্রশিক্ষণ প্রদান।
প্রযুক্তি বিস্তারের লক্ষ্যে ডকুমেন্টরী ফিল্ম, লিফলেট, পুস্তিকা ও পোস্টার প্রকাশ।
তথ্য সরবারাহ ও পরামর্শ সেবা
উপকারভোগী সংস্থা/ব্যক্তিকে ভূমি ও মৃত্তিকা বিষয়ে তথ্য উপাত্ত সরবরাহ ও পরামর্শ প্রদান।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS