Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাগার (করতোয়া) রবি-২০১৯ মৌসুমের কৃষক সেবা কর্মসূচী
বিস্তারিত

মাটির সুস্বাস্থ্যে মাটি পরীক্ষার গুরুত্ব অপরিসীম। সে লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়-এর অধীন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইস্টিটিউট (এসআরডিআই)-এর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রতি বছরের ন্যায় আসন্ন রবি-২০১৯ মৌসুমে নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ৩টি উপজেলায় ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাগারের (এমএসটিএল) মাধ্যমে কৃষক সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।এ কার্যক্রমের আওতায় আগামি ২৮-৩০ অক্টোবর পর্যন্ত নীলফামারী জেলার ডিমলা উপজেলায়, ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় এবং ৪-৬ নভেম্বর গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় এমএসটিএল ‘করতোয়া’ অবস্থান করবে এবং কৃষকের জমির মাটির নমুনা ২৫ (পঁচিশ) টাকা ভূতর্কি মূল্যে (প্রতিটি নমুনা) পরীক্ষা করে কৃষকের পছন্দনীয় ফসলের জন্য সার সুপারিশ কার্ড প্রদান করবে। নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার আগ্রহী কৃষক/কৃষাণীগণকে বর্ণিত সময়কালের পূর্বে সঠিকভাবে মৃত্তিকা নমুনা  সংগ্রহ করে সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করে মাটি পরীক্ষার সুযোগ গ্রহণের জন্য উদাত্ত আহবান জানানো হচ্ছে।

সোনা ফলা মাটির স্বাস্থ্য সুরক্ষায় এমএসটিএল সেবা গ্রহণ করে স্বল্প খরচে মাটি পরিক্ষা করে জমিতে পরিমাণমত সুষমমাত্রায় সার প্রয়োগ করুন। ...

‘মাটি পরীক্ষা করে সার দিন

গোলা ভরে ফসল নিন।’

ডাউনলোড
প্রকাশের তারিখ
13/10/2019
আর্কাইভ তারিখ
15/11/2019