গবেষণাগারে সারের নমুনা প্রেরণের নির্দেশনা সমূহ-
১। প্রতিটি নমুনার জন্য অবশ্যই ছক-৩ (সার নমুনা লেবেল) পূরণ করতে হবে।
২। সার নমুনার পরিমাণ ২৫০ থেকে ৫০০ গ্রামের মধ্যে সীমিত রাখা আবশ্যক।
৩। সারের নাম ও কোড নং যথাযথভাবে উল্লেখ করতে হবে। কোনভাবেই সারের প্যাকেট বা কোম্পানীর নামসহ নমুনা গবেষণাগারে প্রেরণ করা যাবে না।
৪। সরকারি বিনির্দেশ অনুযায়ী পুষ্টি উপাদানের শতকরা হার সঠিকভাবে যাচাই করে প্রেরণ করতে হবে।
৫। কোন প্রকার অনৈতিক লেনদেন হতে বিরত থাকুন। অভিযোগ থাকলে যোগাযোগ করুন- ০1712 938549, সার পরীক্ষাগার, এসআরডিআই, রংপুর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস